বুধবার, ৩ অক্টোবর, ২০১২

ফ্রী ভিপিএন (VPN) সার্ভিস। PdProxy ব্যবহার করে নিজের আইপি কে সম্পূর্ণ লুকিয়ে ফেলুন। পাশাপাশি নিন আইএসপির ফুল স্পিড।

আজকে আপনাদের কে একটি ফ্রী ভিপিএন সার্ভিস এর সাথে পরিচয় করিয়ে দিব। ভিপিএন ব্যাবহার করার সুবিধাঃ

" টেম্পোরারি ইমেইল এড্রেস দিয়ে আর সাইন আপ করা যায় না । আপনার জেনুইন ইমেইল দিয়ে 'সাইন আপ' করুন "

১) আজকাল অনেকেই হ্যাকারদের কবলে পরছেন। এটি দিয়ে নিজের আইপি সম্পূর্ণভাবে লুকাতে পারবেন। এতে হ্যাকারদের হাত থেকে বাচা যায়। :D
২) আইএসপি এর কাছ থেকে নেট এর ফুল স্পীড পাবেন।

IDM এর Download সমস্যার সমাধান

IDM এর Download এর চলার সময়ে হটাত IDM / System বন্ধ হয়ে গেলে অনেক সময় পুনঃরায় আর Download করা যায় না ।অনেক সময় খুব অল্প পরিমান বাকী থাকতেই IDM টা বন্ধ হয়ে গেলে মনটা খুব খারাপ হয়ে যায়। সাথে সাথে আমাদের কাছে অত্যন্ত মূল্যবান Data ও সময় দুই ই অপচয় হয়ে থাকে । কিন্তু খুব সহজেই তা আবার Download করে নেয়া যায় । সেজন্য আপনাকে যা করতে হবে তা হলঃ
  • ১। যে লিংকটা বন্ধ হয়ে গেছে তাতে Right baton

মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১২

নিয়ে নিন Hd-Video-Converter, Blu-Ray-Converter, Dvd-Audio-Ripper, Dvd-Ripper-Platinum, Dvd-Creator, Dvd-Ripper, Video-Converter-Platinum

সালাম সবাইকে, আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন । আজ Tipard কোম্পানির  hd-video-converter, blu-ray-converter, dvd-audio-ripper, dvd-creator, dvd-ripper, dvd-ripper-platinum, video-converter-platinum সফটওয়্যার নিয়ে নিন ।  সবগুলো নতুন ভার্সন এক একটি সফটওয়্যার এর দাম $45.00 কম না আর আপনারা নিয়ে নিন একদম ফ্রী । যদি মেইন পেজ দেখতে চান এখানে দেখুন ।  শুধু সর্ত একটাই ধন্যবাদ অবশ্যই দেওয়া লাগবে :P কাজে

খুব সহজে তৈরি করুন 3D Flash Photo album.

যারা Photo দিয়ে Flash album তৈরি করতে চান, তারা খুব সহজে Wondershare Flash Gallery Factory এই সফট্‌ওয়্যার দিয়ে তা করতে পারেন। প্রথমে  এখানে ক্লিক করে এই সফটওয়্যার টি ডাউনলোড করুন.
* এরপর যথানিয়মে setup  করুন।
* key ফাইল থেকে email & code দিয়ে Registration করুন।
Email :   http://www.serials.ws
code  :   2F53B80541169B049853BE022FB06B03
এবার শুরু করা যাক...........
১ম ধাপ
Start Gallery Mode- ক্লিক করুন।
২ম ধাপ
add Photo -এ ক্লিক করে ছবি গুলো এড করুন।
৩য় ধাপ
Template- এ ক্লিক করে,  Tab থেকে General বা 3D Theme সিলেক্ট করুন এবং পছন্দ মত Template সিলেক্ট করুন।
৪র্থ ধাপ
Publish - এ গিয়ে  Save করুন।
তৈরি হয়ে গেলো আপনার  flash photo album টি।
এটি চালনা করার জন্য SWF ফরম্যাট সার্পোট করে এমন Player প্রয়োজন। যেমন  GOM Player

আপনার কম্পিউটারে কম সাউন্ড নিয়ে চিন্তিত ??? এই সফটয়্যার কাজ করে কিনা দেখুন….200% করবে…

আপনার কম্পিউটারে কম সাউন্ড নিয়ে চিন্তিত ??? এই সফটয়্যার কাজ করে কিনা দেখুন।
সফটওয়্যার ডাউনলোড করতে ক্লিক করুন এখানে SRS Audio Essential software Download Here
ডাউনলোড করে ইন্সটল করুন , সাউন্ড অবশ্যই বাড়বে।

প্রথমে স্টার্ট এ গিয়ে Run লিখুন এবং এন্টার চাপুন ,সেখানে services.msc লিখে ওকে দিবেন
তাহলে একটি উইন্ডো আসবে সেটাতে নিচের চিত্রের মত স্ট্যান্ডার্ড এ ক্লিক করে
চিত্রের-২ নম্বর এর মত SRS Audio তে রাইট বাটন ক্লিক করে stop বাটনে ক্লিক করে
সেখান থেকে বেরিয়ে আসবেন।
এখন প্যাচ ফাইলটি
* &#xpr;ogramfiles%\SRS Audio Essentials
অথবা
* &#xpr;ogramfiles%\Common Files\SRS Labs
কপি – পেস্ট করবেন।
এবার উপরের চিত্রের-২ নম্বর এর মত SRS Audio তে রাইট বাটন ক্লিক করে Start বাটনে ক্লিক করুন
এবার SRS Aduio Essential Configuration tool আসবে সেটাতে

নিচের চিত্রের মত ক্লিক করে যান ,Speaker1 ক্লিক করে,Start ক্লিক করবেন ।
যদি HP Out ক্লিক করেন সাউন্ড-বক্স এ সাঊন্ড যাবে লাপটপে আসবে না।

সোমবার, ১ অক্টোবর, ২০১২

দারুন এন্টিভাইরাস.. সাথে পিসি টিউনার…..! একবার ব্যবহার করে দেখুন….. ভাল লাগবেই…।

নামি দামি এন্টিভাইরাস তো অনেক ব্যবহার করলেন।
এবার একটা আনপপুলার  এন্টিভাইরাস ব্যবহার করে দেখুন।
এই এন্টিভাইরাস 2012 সালেই 2013 সালের সংস্করন হিসেবে রিলিজ হয়েছে।
সবচেয়ে মজার বিষয় হল এই এন্টিভাইরাসএর সাথে সকল ধরনের পিসি এরর অপটিমাইজার দেওয়া আছে ।
আরো আছে ২০ ধরনের পিসি টুলস ।
থাক...............
আর বেশি কিছু বলবনা
এই থেকে ডাউনলোড করে আপনিই দেখুন Advanced System Care With Antivirus 2013 কেমন কাজ করে।
আর হ্যা....... ইনষ্টল করার পর অবশ্যই আপডেট করে নিবেন....... তাহলে ব্যবহার করে আরো মজা পাবেন।

IDM 6.11 Build 7 সাইলেন্ট, সম্পূর্ণ Error মুক্ত এবং Pre-Activated Full

আসসালামু আলাইকুম। আশা করি ভাল আছেন। আপনাদের জন্য নিয়ে এলাম Internet Download Manager যা সাইলেন্ট, সম্পূর্ণ Error মুক্ত এবং Pre-Activated Full version।

Internet Download Manager ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারঃ

idman  IDM 6.11 Build 7 সাইলেন্ট, সম্পূর্ণ Error মুক্ত এবং Pre Activated Full
এই সফটওয়্যারটি আমাদের সকলের পরিচত এবং দৈনন্দিন Internet ব্যাবহার করার সময় কাজে লাগে।
আজ আপনাদের কে এই সফটওয়্যারটির জটিল একটি Pre-Activated Version উপহার দিব। সকলে সংগ্রহে রেখে দিতে পারেন, কারন অনেক সময় বন্ধু বান্দব দের দিতে পারবেন যারা ক্র্যা-ক Patch ব্যাবহার করতে পারে না।

ফুল ভার্সন এর প্রমানঃ

idm  IDM 6.11 Build 7 সাইলেন্ট, সম্পূর্ণ Error মুক্ত এবং Pre Activated Full

এই Pre-Activated Version এর স্বতন্ত্র কিছু Features যা আপনাকে আকর্ষণ করবেই:

  • Firefox এর নতুন সকল ভার্সন এর সাথে কোন প্রকার Error ছারাই কাজ করবে।
  • ইন্সটল করার সময় পূর্বের কোন ভার্সন Uninstall করার দরকার নাই।
  • কোন প্রকার ক্র্যা-ক Patch Use করার দরকার নাই।
  • যে কেউ খুব সহেজেই ইন্সটল করতে পারবেন কোন প্রকার ঝামেলা ছারাই।
  • Control Panel থেকে Uninstall করতে পারবেন যা কিনা অন্য Silent Version এ করা যায় না।

কিভাবে ইন্সটল করবেনঃ

  • প্রথমে ডাউনলোড করে Zip File টি Extract করুন।
  • এখন শুধু মাত্র Setup File টিতে ক্লিক করে ইন্সটল করুন।
  • আপনার কাজ শেষ।

IDM 6.11 Build 7 Pre-Activated Version Reviews:

Software Name:
Internet Download manager 6.11
Software Version:
6.11 Build 7 Final Retail
Supported Systems:
Windows® XP, Vista,Windows 7, Windows 8-32/64 bit
License Type:
Pre-Activated Full Version
Category:
Download Manager
Size:
6 MB

Download করতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ

এইখান থেকে ডাউনলোড করুন ( Mediafire Link )
Download from http://adf.ly/DMeen
Password: mywebblogonline.com